আমার অদ্ভুত চিন্তা গুলো


আজ বিশ্বকাপের থিম সং মুক্তি পাওয়ায় অনেক কথা মনে পড়ে গেল।

২০১০ বিশ্বকাপের থিম সং মুক্তি পেয়েছে সেই সময়টায় পুরান ঢাকায় থাকা হতো। মায়ের উপর নির্ভরশীল একটা জীবন। বন্ধু বান্ধব দিয়ে ঘেরা, ভালোই কাটছিল সময়টা। বাস্তবতা থেকে অনেক দূরে সেই সময়টা ছিল শুধুই নিজের। কখনো ভাবতে পারিনি এই সময় আর কখনো ফিরে আসবে না।

আসলে মানুষের পুরো জীবনটাই once in a lifetime l একদিকে অনিশ্চিত ভবিষ্যৎ আরেক দিকে মজার সময়। বাস্তব চিন্তা থেকে দূরে থাকতে পছন্দ করতাম। সারাক্ষণ চিন্তিত হয়ে থাকতাম কি করব ভবিষ্যতে।আজ ১২ বছর পর পিছনে তাকিয়ে মনে হয়, ভবিষ্যতে চিন্তা করে যদি বর্তমান সময় গুলো নষ্ট না করতাম। সময় চলে গেছে ভগবানের আশীর্বাদে কিছু করে খেতে পারছি। সবাইকে নিয়ে ভালো আছি। তবু কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তায় বর্তমান সময় নষ্ট। আসলে এই ভালো আর খারাপ হচ্ছে নিয়মিত পরিবর্তনের অংশ। ভালো আর খারাপ যাই হয় আসলে সবই ভালো। জীবনের প্রায় অর্ধেকটা শেষ করে দিয়ে বুঝতে পেরেছি আসলে খারাপ কখনোই কিছু ঘটে না আমাদের জীবনে । শুধু আমাদের বুঝতে একটু সময় লাগে। মানুষের কিছু করার ক্ষমতা খুব কম। সে চিন্তা করতে পারে কিন্তু করার পরিবেশ সবাই পায় না

এই জীবনের বাকি অংশটা অনেক রকম ইচ্ছা পূরণে কাটিয়ে দিতে চাই । শুধুমাত্র বর্তমানে বেঁচে থাকতে চাই। জীবনের এই পর্যায়ে এসে একটা জিনিস বুঝতে পেরেছি আমি আসলেই পৃথিবীতে ভ্রমনে এসেছি এখানে কেউ আপন নেই কেউ পর নেই শুধুই সময় কাটানোর সঙ্গী সবাই। বাকিটা জীবন এভাবেই কেটে যাবে হয়তো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *